নাটোরে বড়াইগ্রামে জাল টাকা সহ গ্রেফতার ১

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

নাটোরে বড়াইগ্রামে জাল টাকা সহ গ্রেফতার ১

আবু মুসা নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে জাল টাকার নোট সহ আব্দুল কুদ্দুস নামে এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যার দিকে উপজেলার হারোয়া গ্রামের খৃস্টানপাড়ার জার্কিস রোজারিওর দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল কুদ্দুস (৪০) শাহজাদপুর থানার ঝাউপাড়া উপজেলার খুকনি গ্রামের রাজ আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারোয়া গ্রামের খৃস্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ টি ১ হাজার টাকার জাল নোট সহ প্রতারক চক্রের সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আটককৃত আব্দুল কুদ্দুসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest