ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ থানার পুলিশের নেতৃত্বে ২২ নভেম্বর শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আলাউদ্দীন পিং-মোঃ ইউনুছ, সাং-পদুয়া এবং ০৪টি মামলার পরোয়ানা ভূক্ত পলাতক আসামী ইব্রাহিম সজল পিং-মনসুর আহাম্মদ সাং-দক্ষিণ রাজারামপুর, আরিফ পিং- মফিজ মিয়া সাং-ধর্মপুর,মোঃ সুজন পিং- মোঃ হারুন ওরফে আবদুর রাজ্জাক সাং- পলতি, আব্দুর রশিদ পিং- মৃত আবদুল হালিম সাং- ছিলোনিয়া, হানিফ পিং- ছেরাজল হক সাং- উত্তর সাহাপুর,মোঃ আজিজ পিং- আব্দুল কাদের সাং- আজিজ পুর,থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীসহ সর্বমোট ০৮ জন ওয়ারেন্টভূক্ত আসামীদেরকে গ্রেফতার করেন।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমান গনমাধ্যমকে জানান,আসামীদেরকে গ্রেপ্তার করে আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।##
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST