সুপার সাইক্লোন আম্ফান- কঠিন চ্যালেঞ্জে মোকাবেলায় তালতলী উপজেলা প্রশাসন

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, মে ২১, ২০২০

সুপার সাইক্লোন আম্ফান- কঠিন চ্যালেঞ্জে মোকাবেলায় তালতলী উপজেলা প্রশাসন
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।।
একাধিকে মহামারি করোনাভাইরাস এর মধ্যে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আম্ফান। এবার এমন ভিন্ন এক পরিস্থিতিতে ঘূর্ণিঝড়ের আঘাত থেকে মানুষের জীবন রক্ষার প্রস্তুতিতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে কাজ করছেন তালতলী উপজেলা প্রশাসন ও ৫ শতাধিক স্বেচ্ছাসেবকরা। সুপার সাইক্লোন আম্ফানের আঘাত সামলাতে উপকূলের লাখ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়ার ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়ানোর বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তালতলী উপজেলা প্রশাসনের জন্য । ঘূর্ণিঝড় আম্ফান বুধবার বাংলাদেশের উপকূলে আঘাত করবে। মঙলবার রাত থেকে বুধবার সন্ধ্য ৬ টা পর্যন্ত বেরি বাঁধের বাহিরেও কাচা ঘড়ে অবস্থান নেওয়া সকলকে উপজেলার প্রতিটা প্রান্ত ঘুরে ঘুরে বুঝিয়ে আশ্রায় কেন্দ্রে নিয়ে আসে উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল কবির, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী ভূমি, মোঃ সেলিম মিয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কামরুল আহসান সহ অনেকে। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির বলেন তালতলী আশ্রয় কেন্দ্র আগাতো সকল পরিবারকে সামাজিক দুরত্বে থাকার জন্য অনুরোধ করেছি এবং আশ্রয় কেন্দ্রে আগাতো সকলকে খাবার দেওয়া হবে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ নিয়ে আসা এবং অনেক মানুষকে একসাথে রাখার ক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষার বিভিন্ন ব্যবস্থা নেয়া হলেও বাস্তবতা বেশ কঠিন মনে হচ্ছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন এইবার আমাদের কাছে এই ঝড়টি খুবই কঠিন, কারণ করোনা সংক্রান্ত কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের আনা হয়েছে, শেল্টারে নিয়ে সেখানে সামাজিক দুরত্বে রাখা হয়েছে তবে সামাজিক দুরত্ব বজায় রাখা কঠিন হবে। আগে যেমন জোরাজুরি করে বৃদ্ধদের কোলে করে নিয়ে আসাহত, ধরে নিয়ে আসতো – সেটা এবার সামাজিক দুরত্বর জন্য হয়নি। কিন্তু আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। আর যে মানুষরা এসেছে বা আসবে, তাদের মধ্যে দুই-একজন করোনা আক্রান্ত থাকতেও পারে। হয়তো তারা ঢাকা থেকে গোপন আসতে পারে, নারায়ণগঞ্জ থেকে আসতে পারে। তখন সে আসলে তাকে ঠিকমতো পরীক্ষা করা, তাপমাত্রা দেখা – এই বিষয়গুলো আমাদের কাছে ভীষণ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।”তবে সাধ্যমত সব ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest