নলছিটিতে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

নলছিটিতে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি,নলছিটি,ঝালকাঠি

নলছিটিতে আন্তর্জাতিক নদীতে বাঁধ ও বর্ষা মৌসুমে ভারতীয় বাঁধ খুলে দেয়ার প্রতিবাদে ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে।

২২ আগষ্ট বৃক্ষ সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে সেলিম চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

এসময় তারা বলেন, ভারত বর্ষা মৌসুমে বাঁধের পানি ছেড়ে দিয়ে প্রতিবছর বাংলাদেশে আকস্মিক বন্যার সৃস্টি করে। ফলে দেশের বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত হয়ে মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। বক্তরা অবিলম্বে সরকারকে ভারতকে দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা পূর্ণবিবেচনার আহবান জানান।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest