বদলগাছীর মথুরা পুর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন।

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

বদলগাছীর মথুরা পুর  ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন।

সাগর হোসাইন, বদলগাঁছী(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছী উপজেলাধীন মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানার অপসারণের দাবিতে মানববন্ধন পালন করছে উক্ত ইউপির ছাত্র ও সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার সকাল ১০টায় জাবারীপুর হাট ইউনিয়নের সামনে মানববন্ধনে অবস্থান নিয়ে চেয়ারম্যান এর অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকাটি।এতে ইউনিয়ন পরিষদে অনিয়মিত উপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।মথুরা পুর ইউনিয়ন বিএনপির সভাপতি শিবলী আক্তার চৌধুরী ও সহ সভাপতি আবু রায়হান এর নেতৃত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, গিটার ইউপি সদস্য রুস্তম আলী, ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউপি সদস্য লিটন, মাহবুব মিলন সুজাউল ইসলাম সোহেল রানা ( সুইট) হিরু প্রমুখ।

এবিষয়ে বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা মোঠোফোনে বলেন,আমাকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। অল্প কিছু জনগণের অমুলক দাবিতে আমি কেন পদত্যাগ করতে যাবো। কিছু দুর্বৃত্ত কয়েক দিন আগে আমার লিজ কৃত পুকুরে এসে জোর করে কয়েক লক্ষ্ টাকার মাছ ধরে নিয়ে গেছে। এটি আমার প্রতি অন্যায় করা হয়েছে। আর তারাই আজ এ-সব করছে। আমি এখন নিরাপত্তা হীনতায় রয়েছি। তবে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest