ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
অফিস ডেস্ক#
তৃণমূল সাংবাদিকদের প্রাণের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ-এসএসপি’র সাধারণ সভা গত ২৬ আগস্ট সোমবার, ঢাকার সাভারে আমিনবাজার সংলগ্ন মধুমতি মডেল টাউনে, ফুড লাইব্রেরী চাইনিজ এন্ড রেস্টুরেন্টে, বেলা ১২ টায় এই সাধারণ সভা কার্যক্রম শুরু করে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ।
সংগঠনের সভাপতি এস এম সামছুল আলম নিক্সন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এর সঞ্চালনায়, সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর একটি শোক প্রস্তাবনার মধ্যে দিয়ে সাংগঠনের দীর্ঘ দিনের কার্যক্রম নিয়ে সাধারণ সম্পাদক একটি প্রতিবেদন উপস্থাপন করেন। উক্ত প্রতিবেদনের উপরে উপস্থিত সকল সদস্য উন্মুক্ত আলোচনা শেষে সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সাংগঠনের সভাপতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে সাহসী ভুমিকার জন্য এস.এম. সামছুল আলম নিক্সনকে সাংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST