ইউনাইটেড গ্রুপে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র এর একাধিপত্য ও নির্মমতার চিত্র।

প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

ইউনাইটেড গ্রুপে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র  এর একাধিপত্য ও নির্মমতার চিত্র।

নিজস্ব প্রতিবেদক :দেশে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সমালোচনার ঝড়, ঠিক তখনই বেরিয়ে এল ইউনাইটেড গ্রুপে নিয়োগপ্রাপ্ত ভারতীয় নাগরিক শুভব্রত মৈত্র এর একাধিপত্য ও নির্মমতার চিত্র। তিনি ইউনাইটেড গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিমাট লিমিটেডের ফুড এন্ড বেভারেজের শাখার একজন উচ্চপদস্থ কর্মকর্ত। ফুড এন্ড বেভারেজ এর একাধিক কর্মচারীদের অভিযোগ, তিনি দীর্ঘদিন যাবত নিয়ম বহির্ভূত ভাবে দেশের প্রচলিত শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জোরপূর্বক ভাবে কর্মচারীদের দিয়ে ১২ ঘন্টা ডিউটি, নিয়ম বহির্ভূতভাবে ছাটাই, ভয় ভীতি, মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। বিষয়টি একাধিকবার ইউনাইটেড গ্রুপের মানবসম্পদ বিভাগে জানানো হলেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি বরং উল্টো চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। চাকরি হারানোর ভয়ে কেউ তার বিরুদ্ধে কোন কথা বলার সাহস পর্যন্ত পাই না। এছাড়া একাধিক সূত্রে জানা যায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই কর্মকর্তা ঘোরবিরোধী ছিলেন, সকল কর্মচারীদের আন্দোলন থেকে বিরত থাকতে আদেশ দেন এবং সকল কার্যক্রম খোলা রাখার জন্য কর্মচারীদের চাপ প্রয়োগ করেন। এমত অবস্থায় সকল কর্মচারী এবং কর্মকর্তাদের দাবি এই রক্তচোষা ভারতীয় কর্মকর


alokito tv

Pin It on Pinterest