গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফারুক হোসেন, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। ২৮ আগস্ট বুধবার দুপুর ১২ টায় বিদ্যালয় মাঠে এ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া।

গাইবান্ধা প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা রাহেনুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ খোরশেদ আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক,গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শারীরিক শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি এম এ সালাম। আলোচনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest