ঝালকাঠিতে সাইক্লোন আম্ফানে নিম্নাঞ্চল প্লাবিত কাঁচা বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, মে ২১, ২০২০

ঝালকাঠিতে সাইক্লোন আম্ফানে নিম্নাঞ্চল প্লাবিত কাঁচা বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠিতে সাইক্লোন আম্ফানে নিম্নাঞ্চল প্লাবিত কাঁচা বাড়ী ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড় আম্পানে বুধবার বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত থেমে থেমে ঝড় আর বৃষ্টি প্রবল বেগে চলে। নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় জেলা শহরসহ নিম্নাঞ্চল।প্রবল বেগে রাতে বেশ কয়েকবার হানা দেয় সুপার সাইক্লোন’আম্ফান’।এতে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে।গ্রামাঞ্চলে বিধ্বস্ত হয়েছে কাঁচা বাড়ি ঘর।ভেসে গেছে মাছের খামার। পান্দিবন্দি ৩০ গ্রাম। ঝালকাঠির নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে ৬থেকে ৮ ফুট পানি বৃদ্ধি পায়। ফল নদীপাড়ের ঘর বাড়িগুলো তলিয়ে যায় নিমিষেই। ২৫ হাজার মানুষ আশ্রয় নেয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। গাছপালা ভেঙে পড়ে ছিড়ে যায় বিদ্যুতের তার। অনেক রাস্তাঘাটে গাছ পড়ে চলাচলে বাধা গ্রস্থ হয় সাধারণ মানুষ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest