ঘূর্ণীঝড় আম্ফানের প্রভাব- দুমকির ১০ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, মে ২১, ২০২০

ঘূর্ণীঝড় আম্ফানের প্রভাব- দুমকির ১০ গ্রাম প্লাবিত
মোঃ জসমি উদ্দনি দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:-
সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছাসে পটুয়াখালীর দুমকি উপজেলার পাউবো’র ওয়াপদা ভেরিবাঁধ ভেঙ্গে অন্তত: ১০গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পায়রা নদীতে সৃষ্ট জলোচ্ছাসের চাপে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ, আলগি, মধ্য আলগি, আংগারিয়া ইউনিয়নের পশ্চিম আংগারিয়া, দুমকি সাতানী ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি ও চরগরবদি এলাকার অন্তত: ১০/১২টি পয়েন্টে ওয়াপদা ভেরিবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার বাড়িঘর, ফসলি জমি ও মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। ঘূর্ণীঝড়ের তান্ডব ও জলোচচ্ছাসের তোড়ে রাজগঞ্জের বঁাধ ভেঙ্গে জলিল খন্দকার, মমিন খন্দকার, মিজান খন্দকার, আলম জোমাদ্দার, সোহরাব সর্দ্দারের বসত:ভিটা সহ ভাসিয়ে নিয়ে গেছে। বিধস্ত হয়েছে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। এসব পরিবারের লোকজন সন্ধ্যায় আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ায় প্রাণে বেঁচে গেলেও তারা নি:স্ব হয়ে গেছেন। এভাবে অন্যান্য সব ভাংগনের স্থানেও ভেরিবাধের ভেতরে ও বাইরের ক্ষতিগ্রস্থ পারিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। পানিতে তলিয়ে থাকায় রান্না খাওয়ার উপায় নেই। এছাড়া পাংগাশিয়া ইউনিয়নে মো: জসিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, ক্ষীতিশ দাস, চুন্নু সর্দার, আংগারিয়া ইউনিয়নের আইয়ু্ব আলী মাষ্টার, সোহরাব হাওলাদার, মুরাদিয়া ইউনিয়নের মহিবুল্লাহ মোল্লা সহ প্রায় শতাধিক মাছের ঘের ও পুকুর ডুবে ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবিষয়ে উপজেলা মৎস্য বিভাগের ফিল্ড কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, এখনও পুরোপুরি ক্ষয়ক্ষতি নির্ধারণ করা যায়নি। আমরা খোঁজ খবর নিচ্ছি। তবে এপর্যন্ত পাওয়া তথ্যে ক্ষয়ক্ষতির পরিমান ১০লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস বলেন, সকল ইউনিয়নের মনিটরিং কর্মকর্তাবৃন্দের সরেজমিন প্রতিবেদনে ক্ষয়ক্ষতি উঠে আসবে। প্রতিবেদন আগামী কাল ক্ষয়ক্ষতি নির্ধারণ ও জানা যাবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest