নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত সকলই সুস্থ

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত সকলই সুস্থ
মোঃ ফিরোজ হোসাইন আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে করোনা আক্রান্ত পূর্বের ৩ জনসহ ৬ জনের সকলকে সুস্থ ঘোষণা করা হয়েছে । শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি তথ্য নিশ্চিত করে বলেন আত্রাইয়ে আক্রান্ত সকলেই সুস্থ । শনিবার সকালে সুস্থদের ফুল এবং ৫ প্রকারের ফল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা করোনা বিষয়ক কমিটির পক্ষে এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ মে আক্রান্তরা ঢাকা এবং গাজীপুর হতে আসায় বাড়ীর লোকসহ নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠালে ৬ মে দিঘা গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ফাতেমা বিবি (৫২),সদুপুর গ্রামের এলাহী বক্স সরদারের মেয়ে ছাবিয়া বেগম(৩৭) এবং বাঁকা গ্রামের আফজালের ছেলে আব্দুর রাজ্জাক(৩০) করোনার রিপোট পজিটিভ আসে। তারপর হতে তাদেরকে বিশেষ ব্যবস্থায় রেখে চিকিৎসা এবং নিয়মিতভাবে নমুনা পাঠালে সর্বশেষ শুক্রবার রাতে তাদের রিপোটে নেগেটিভ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার রোকসানা হ্যাপি বলেন, মনোবল ঠিক রাখাতে প্রথম থেকে আমরা তাদের চিকিৎসা এবং নিয়মিত যোগাযোগ রেখে দিক নির্দেশনা দিয়ে যাছিলাম।বিশ্বাস ছিল তাদের সুস্থ হয়ে উঠবে । সর্বশেষ তাদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠালে শুক্রবার রিপোট নেগেটিভ এসেছে এবং তারা এখন সুস্থ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest