ঢাকা ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
আলোকিত সময় ডেক্সঃ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ফলসটিয়ায় একটি যাত্রীবাহি বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়া জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামীন-উদ দৌলা বলেন ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক ও বাসের এক যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় জানা যায়নি। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আলাউদ্দিন বলেন , নিহতদের একজন ট্রাক ড্রাইভার মো. সাইফুল্লাহ, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহত অপর বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে আহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST