শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি ঃ বরিশালের উজিরপুর উপজেলার সাংবাদিক সেন্টুর করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। সাংবাদিক পরিবার এবং প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ ও উপজেলাবাসি কিছুটা হলেও স্বস্তি ফেরে পেয়েছে। গত ১৫ মে রোজ শুক্রবার উপজেলার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল কাসেম সেন্টুর শরীরের অধিক মাত্রায় জ্বর থাকার কারনে সন্দেহ হওয়ায় ১৬ মে রোজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসানের নির্দেশে তার বাড়ি লকডাউন করা হয়। এর পর ১৭ মে রোজ রবিবার তাহার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশালে প্রেরন করা হয়। ২৩ মে রোজ শনিবার এমদাদুল কাসেম সেন্টুর শরীরে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী। সাংবাদিক সেন্টুর করোনাভাইরাস নেগেটিভ এসেছে বলে। সেন্টু ও তার পরিবার পরিজন দেশবাসী সকলের কাছে দোয়া চেয়ে দরখাস্ত জানিয়েছেন।