ঝিনাইদহে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায়

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

ঝিনাইদহে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায়
মাহমুদুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ১০ টি গ্রামের অর্ধশত পরিবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। রোববার সকাল ৭টায় ওই সব পরিবারের সদস্যরা উপজেলার পৌরসভাধীন চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। উপজেলার হরিণাকুণ্ডু, বৈঠাপাড়া, কুলবাড়িয়া, রামনগর, দখলপুর, পায়রাডাঙ্গাসহ ১০ গ্রামের অর্ধশত মুসল্লী মাওলানা রেজাউল ইসলামের ইমামতিতে এ ঈদ জামাতে অংশগ্রহণ করেন। নামাজ আদায়কারী মুসল্লীদের নেতা আ.ন.ম. বজলুর রহমান বলেন, বিগত ১৫ বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। করোনা প্রভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে খোলা স্থানে নামাজ আদায় করতে না পারায় অনেক মুসল্লীর আগ্রহ ধাকা সত্তেও ঈদের নামাজে শরীক হতে পারেননি বলে তিনি জানান।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest