মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে সেনাবাহিনীর উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার ১২ টায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্ত্বরে ১৫ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ৪র্থ ইউনিট ক্যাপ্টেন ইমতিয়াজ আরাফাত বলেন, তাদের জন্য নির্ধারিত রেশন সামগ্রী থেকে সবাইকে কিছু পরিমাণ রেশন কম দিয়ে বাঁচানো খাদ্য সামগ্রী করোনা ভাইরাসের ফলে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চিনি, সুজি, আটা, লবন, সেমাই, দুধ। খাদ্য সহায়তা নিতে আসা প্রতিবন্ধী বাবা আতাউর রহমান বলেন,করোনার কারণে কোন কাজ কর্ম নেই। ছেলে মেয়ে নিয়ে বিপাকে পড়েছি । সেনাবাহিনী খাদ্য সহায়তা পাওয়ায় অনেক উপকার হলো। এতে আমি অনেক খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাই সেনাবাহিনীকে।