রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে

প্রকাশিত: ১১:০০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

রাজশাহীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে
রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে এবার অন্যান্য বছরের মতো ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস পবিত্র মাহে রমজান শেষে আবারো ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর আসলে ও অন্যান্য বছরের মত স্বাভাবিকভাবে এবার উদযাপিত হচ্ছে না। এবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে রাজশাহীতে। আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে পর্যায়ক্রমে রাজশাহী জেলা এবং মহানগরের বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। শারীরিক দূরত্ব ও লাইন ফাঁকা রেখে রাজশাহীতে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করে। অন্যান্য বারের মতো এবার ঈদুল ফিতরের নামাজ শেষে মুসল্লিদের কোলাখুলি ও করমর্দন করতে তেমন দেখা যায়নি। নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নয়টি নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা। এগুলো মেনে প্রত্যেক মুসলিমকে এলাকার মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি যারা বাইরের জেলা থেকে এসেছে তাদের নিজ বাড়িতেই নামাজ আদায় করার জন্য অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, এবার করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ রোধে রাজশাহী মহানগরী ও জেলার বিভিন্ন মার্কেট বন্ধ ছিল। শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ঈদের মার্কেট না খোলার উপরে কঠোর ছিল প্রশাসন। গত ১৪ এপ্রিল থেকে রাজশাহী জেলা অনিদিষ্টকালের জন্য লকডাউন রয়েছে। রাজশাহীতে ৪০ জনের কাছাকাছি করোনা রোগী শনাক্ত হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest