ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
খাদেমুল মোরসালিন শাকীর, রংপুর ব্যুরো\ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল সমিতির নির্বাচন শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম বাকের সভাপতি ও মোঃ তারিকুল ইসলাম তারিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ভোটাভুটির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোঃ শহিদুল ইসলাম বাকের ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অন্য প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম ৮টি ভোট পান । মোঃ তারিকুল ইসলাম তারিক ১৭টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দী প্রার্থী শাহিন ইসলাম ডালিম ০৯ ভোট পেয়েছেন। এ কমিটির সদস্য সংখ্যা ৯ জন। পরবর্তীতে অন্যান্য সদস্য নির্বাচন করা হবে বলে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান। মোট ভোটার সংখ্যা ছিল ২৯ জন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST