ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, মে ২৫, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান |
বিশেষ প্রতিনিধি |
আজ ২৫মে ঈদের দিন দুপুরে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার পথে কুমিল্লার মিয়া বাজারে দুর্ঘটনায় পতিত হন বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান অশোক চৌধুরী। তবে তিনি অক্ষত এবং সুস্থ আছেন। প্রয়োজনীয় কিছু পরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তিনি চট্টগ্রামে তার বাসায় বিশ্রামে আছেন। অশোক চৌধুরী নিজে গাড়ি চালিয়ে চট্টগ্রামে যওয়ার পথে দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মহাসড়কে উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে তার গাড়িটি রাস্তার পাশে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। পুলিশের সহায়তায় অন্য একটি গাড়িতে করে তিনি চট্টগ্রাম যান। সেখানে চিকিৎসক বন্ধুরা তার কিছু শারীরিক পরীক্ষা করে জানান তিনি সম্পূর্ণ শংকামুক্ত। বর্তমানে চট্টগ্রামের বাসায় তিনি বিশ্রামে আছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST