ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
ঝালকাঠি প্রতিনিধি ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন এর প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি) মাইনুল হোসেন খান নিখিল। শনিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের কংগ্রেসের উদ্বোধন করার পর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। এ অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদের নির্বাচিত করা হয়। নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সৈয়দ হাদিসুর রহমান মিলন। তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং ঐতিহ্যবাহী এ সংগঠনের ভাবমূর্তি আরো উজ্জল হবে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST