মোঃ হাসিম উদ্দিন বিষেশ প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলায় এক দিনেই ১৩ জন করোনাভাইরাস (কভিট-১৯) শনাক্ত হয়েছেন। বুধবার সন্ধায় জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ উপজেলার নিবাহী অফিসার নাজমুন নাহার বলেন,‘উপজেলার নতুন করে আজ ১৩ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ফিল্ড সহকারী ১২ জন এবং ১ জন ইমাম রয়েছেন। যিনি ইমাম তিনি গাজীপুর থেকে এসেছেন। তিনি বলেন,‘ আক্রান্তদের মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ রয়েছেন। অন্য ব্যক্তিদের মধ্যে কোন করোনার উপসর্গ নেই।এনিয়ে উপজেলায় ১৯ জন রোগী করোনা শনাক্ত হলেন। শনাক্তদের মধ্যে তিনজন অনেকটায় সুস্থ রয়েছেন।