উচ্ছেদ অভিযানে নামছে সড়ক ও জনপথ বিভাগ-ছাতকে তিন শতাধিক অবৈধ দখলদারকে নোটিশ

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯

উচ্ছেদ অভিযানে নামছে সড়ক ও জনপথ বিভাগ-ছাতকে তিন শতাধিক অবৈধ দখলদারকে নোটিশ

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ:
সুনামগঞ্জের ছাতক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নামেছ সড়ক ও জনপথ বিভাগ। এরই মধ্যে অভিযান পরিচালনায় পুলিশ বাহিনীর পাশাপাশি সিলেট র‌্যাব-৯ অধিনায়ক বরাবরেও পত্র দেওয়া হয়েছে। ছাতক থেকে সুনামগঞ্জ সদর পর্যন্ত সড়ক ও জনপথের ভূমিতে স্থাপনা দখলে রাখা মালিকদের উদ্দেশ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে বুধবার সকাল থেকে দিনভর ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে মাইকিংও করা হয়েছে। ২৬ নভেম্বর এ উচ্ছেদ অভিযান শুরু হবে বলে জানা গেছে।
জানা যায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার, জাউয়া বাজার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার, শান্তিগঞ্জ বাজার, সুনামগঞ্জ সদরের নীলপুর বাজার ও ওয়াজেখালী বাজারসহ বিভিন্ন অংশে অবৈধভাবে স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সড়ক পথের প্রতিবন্ধকতা দূর করতে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে এসব অবৈধ দখলের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি সওজ এর প্রধান কার্যালয়ে পত্র দেওয়া হয়। এর প্রেক্ষিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের উপ-সচিব, এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী হাকিম মঞ্জুরুল ইসলামের স্বাক্ষরিত এক পত্রে সড়ক ও জনপথ বিভাগের ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়। সওজ বিভাগের অবৈধ দখলদারদের উচ্ছেদ ও অপসারনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন থাকবে বলে জানা গেছে। ছাতক সড়ক উপ-বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী বলেন, উচ্ছেদের পূর্বেই ইতিমধ্যে দু’দিনে ছাতক বাজার থেকে সুনামগঞ্জ জেলা সদর পর্যন্ত প্রায় ৩ শতাধিক অবৈধ দখলদার মালিককে আলাদা করে লিখিত নোটিশ প্রদান করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest