বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০

বগুড়ার ধুনটে বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু
জাহাঙ্গীর ইসলাম,বগুড়া প্রতিনিধি:- 
বগুড়ার ধুনটে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ রয়েছেন ২ জন। ঘটনটি ঘটেছে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট গ্রামে। গ্রামবাসী জানান, ইসলামপুর (ঈশ্বরঘাট গ্রামের) আব্দুুর রশিদের ছেলে আলামিন (৩২) ও একই গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলীম (৩৩) ও মিজ্জাদ আলীর ছেলে রেজাউল করিম রেজা ও পাশ্ববর্তী হাঁসখালী গ্রামের মোজাম্মেল হকের ছেলে লালন মিয়া। এই চার বন্ধু মিলে ঈদের আনন্দ করতে কাজিপুুর উপজেলার সোনামুখি বাজার থেকে মদ এনে গত বুধবার বিকালে চারজন মিলে মদ পান করে। এরপর মদের বিষক্রিয়া শুরু হলে চারজনই অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় আলামিন মৃত্যুর কোলে ঢলে পড়ে গ্রামবাসী বুঝে ওঠার আগেই তাকে দাফন করা হয়। পরবর্তীতে একই রাত আড়াইটায় দিকে আব্দুল আলীম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। সহযোগীদের মৃত্যুর খবর পেয়ে অসুস্থ রেজাউল করিম রেজা ও লালন মিয়া হাসপাতালে ভর্তি না হয়ে পল্লী চিকিৎসকের নিকট থেকে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন জানা গেছে। কালেরপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য শাজাহান আলী বলেন, বিষাক্ত মদ পানে দুইজন মারা যাওয়ার কথা স্বীকার করেছেন। ধুনট থানার এসআই আমিন বলেন, মদপানে দুইব্যক্তি মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ময়না তদন্তে জন্য বগুড়া শজিমেক মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় কাগজ পত্র প্রেরন করা হয়েছে। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest