নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

নদীতে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি,
দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জে ৫ বন্ধু মিলে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঠাকুরগাঁওয়ের দুই শিক্ষার্থী। ২৯ মে ২০২০ শুক্রবার দুপুর ১টায় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন, ঠাকুরগাঁও জেলা সদর উপজেলার গড়েয়া এলাকার মোঃ বাবুল ইসলামের ছেলে ঠাকুরগাঁও জেলা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র রায়িম ইসলাম (১৭) ও একই এলাকার মো: নাজমুল ইসলামের ছেলে গড়েয়া ডিগ্রী কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থী সৌরভ ইসলাম (১৮) বলে প্রত্যক্ষদর্শী ঝাড়বাড়ী জয়গঞ্জ খেয়াঘাট সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মোঃ জাকির হোসেন জানিয়েছেন। স্থানীয়রা জানান, দুপুরের দিকে ৮ জন বন্ধুমিলে নদীতে গোসল করতে এসে তাঁরা নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খানসামা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ নাজমুল হক জানান, ডুবুরীদের মুঠোফোনে খবর দেওয়া হয়েছে। তাঁরা এক দেড় ঘণ্টার মধ্যে উপস্থিত হবেন। তাছাড়া আমরা চেষ্টা করছি উদ্ধার করার জন্য। এবিষয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ও বীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সত্যতা নিশ্চিত করেছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest