হাকিমপুরে বৃক্ষ রোপনসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত।

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

হাকিমপুরে বৃক্ষ রোপনসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত।

মোঃ লুৎফর রহমান হিলি প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে থানা ও পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এউপলক্ষে সকাল সাড়ে ৮টায় বাংলাহিলি বাজারস্ব দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তলন করা হয়। এসময় নিহতের স্বরণে এক মিনিট নিবরারতা পালন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেতার কামনা করে দোয়া করা হয়। এছাড়াও সকল মসজিদে দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে বলে স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময়, হাকিমপুর থানা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, মামুনুর রশিদ লেবু, সেচ্ছা সেবক দলের নেতা আলী হোসেন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, বাবু মিয়া, বাদল হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে দিবসটি উপলক্ষে বিকেলে থানা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকে দলীয় কাযালয়ের সামনে, রেল স্টেশন, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০টি নিম গাছের চারা রোপন করা হয়।

এসয় থানা ও পৌর বিএনপি’র নেতারা ছাড়াও ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest