কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০

কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ১

খাদেমুল মোরসালিন শাকীরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র সদর ইউনিয়ন পরিষদের সামনে গাঁজাসহ স্বাধীন হোসেনকে (২৪) আটক করে পুলিশ।
শনিবার সন্ধ্যায় সদর ইউনিয়ন পরিষদের বিপরীত পার্শ্বে গোপন সংবাদের ভিত্তিতে ওই গাঁজাখোরকে আটক করে পুলিশ।
জানা গেছে,গাঁজা সেবনকারী স্বাধীন (২৪),পুটিমারী ইউনিয়নের ছাদুরারপুল ডাঙ্গাপাড়া এলাকার জাহেদুল ইসলামের ছেলে। তাকে ঘটনাস্থলে প্রকাশ্যে গাঁজা বহন করার অপরাধে আটক করা হয়।
গাঁজা সেবনকারী স্বাধীন সদর ইউনিয়নের গদা এলাকা থেকে আশরাফ আলীর বাড়ী থেকে ৪শ টাকা দিয়ে কিনে নিয়ে বাড়ী নিয়ে যাওয়ার সময় আটক হয়।
ঘটনাস্থলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ গাঁজা সেবনকারীকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest