তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

তজুমদ্দিনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত।
মোঃইলিয়াছ,,ভোলা প্রতিনিধি।।  নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আড়ালিয়া বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এদিকে দিবসটি উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা তজুমদ্দিনের মত দুর্যোগপ্রবন এলাকায় দুর্যোগ মোকাবেলায় ভোলা ৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এর সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদ খান প্রমুখ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest