ঝালকাঠির নলছিটিতে মসজীদ নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

ঝালকাঠির নলছিটিতে মসজীদ নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় মসজীদ নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার খাগড়াখানা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে আলমগীর হোসেন জানান, “আমি ২০০৮ সালে একই গ্রামের আ: মালেক শিকদারের নিকট থেকে জমি সাব কবলা করি। যার মৌজা ৫৮ খাগড়াখানা, দাগ নং ৬৬১, খতিয়ান- ৩১, জমির দলিল নং-৭৭৩, জমির পরিমান ৫ শতাংশ প্লাস। উক্ত ক্রয়কৃত জমিতে গতকাল এক খানা পাঞ্জেখানা মসজীদ নির্মাণ করলে আমার চাচাত ভাই জয়নাল তাতে বাধা দেয়। পরে থানা থেকে পুলিশ এসে মসজীদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এর ফলে মসজীদের কার্যক্রম বন্ধ রয়েছে। আমার বৈধ কাগজপত্র থাকা সত্বেও মসজদি নির্মাণ করতে পারছি না। এ ব্যাপারে নলছিটি থানার এসআই মো: রুহুল আমীন মুঠোফোনে সাংবাদিকদের জানান, “অভিযোগ পেয়ে আমি ঘটনা স্থলে তদন্তে যাই। তাদের নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। উপজেলা চেয়ারম্যান মহোদয় বিষয়টি জেনেছেন। তিনি বিষয়টি শালিস মীমাংসা করে দিবেন। আপাতত উভয় পক্ষকেই শান্ত থাকার পরামর্শ প্রদান করেছি।” অভিযুক্ত জয়নাল হাওলাদার জানান, যেখানে মসজদি নির্মাণ করা হয়েছে সেই জমির মালিক আলমগীর হোসেন নয়। তার কোন বৈধ কাগজপত্র নাই।তাই আমি থানায় অভিযোগ দিয়েছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest