১৩ আগস্ট শিক্ষক সমাবেশ সফল করতে বরগুনায় প্রস্তুতি সভা 

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৫

১৩ আগস্ট শিক্ষক সমাবেশ সফল করতে বরগুনায় প্রস্তুতি সভা 

 

 

মোঃ মিরাজ হোসেন # এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে ১০ আগস্ট জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ সচিবালায় অভিমূখে পদযাত্রা কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোট, বরওনা জেলা শাখা।

 

৩ আগস্ট রবিবার বিকাল ৪ ঘটিকায় বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল (মডেল) মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে শিক্ষক সমাবেশ সচিবালার অভিমূখে পদযাত্রা কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোট, বরওনা জেলা শাখা।

 

জাতীয়করণ প্রত্যাশী জোট, বরগুনা জেলা শাখার সমন্বয়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি, বরগুনা জেলা শাখার সদস্য সচিব মো আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রিয় কমিটির মহাসচিব, এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব ও বরিশাল বিভাগের সমন্বয়ক মো. শান্ত ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে শান্ত ইসলাম বলেন, সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের ২২ দিনের অবস্থান কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এমপিও ভুক্ত শিক্ষকদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে সরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ন্যায় বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা সহ সমান সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছিলেন। তার আশ্বাসে আমরা আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরে এসেছি। শিক্ষা খাতে বাজেট দেখে আমরা আশ্বস্ত হয়েছিলাম হয়তো এমপিও ভুক্ত শিক্ষকদের ভাগ্যের কিছুটা উন্নতি হবে কিন্তু এক মাস অতিবাহিত হওয়ার পরেও এ বিষয়ে আমরা কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা ১০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে সরকার কোন উদ্যোগ না নিলে ১৩ আগস্ট ঢাকায় সমাবেশ করব। এমপিওভুক্ত শিক্ষকদের বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। শিক্ষকদের যে বেতন ভাতা দেয়া হয় তাতে তার সংসার চলে না। সন্তানদের চাহিদা পূরণ করা যায় না। তিনি আরো বলেন, একজন শিক্ষক অবসর গ্রহণের পর তার নিজের জমানো টাকা ফেরত পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। এই হয়রানি বন্ধ করতে হবে। আগামী ১৩ আগস্ট ঢাকা শহরকে আমরা শিক্ষকের নগরীতে পরিণত করব। আমাদের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।

 

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন,বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয়করণ প্রত্যাশী জোটের বরগুনা জেলার যুগ্ম সমন্বয়ক মো. জহিরুল হকের সঞ্চালনায় এ প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিটি উপজেলায় এক জন সমন্বয়ক, কয়েকজন যুগ্ম সমন্বয়ক নির্বাচন করা হয়েছে। এই কমিটি আগামী ১৩ আগস্ট ঢাকায় শিক্ষক সমাবেশ সফল করতে কাজ করবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest