ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১, ২০২০
এনামুল হক- বাউফল পটুয়াখালী প্রতিনিধি।
যদি করি রক্তদান তবেই হবে মহিয়ান, এই স্লোগান সামনে নিয়ে ২০১৯ সালে সমাজ পরিবর্তনে স্বপ্ন দেখা একদল তরুণদের পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তির জোরে গড়ে ওঠা বাউফলের কালিশুরী ব্লাড ডোনার ক্লাব ।
যেখানেই রক্তের প্রয়োজন, সেখানেই ছুটে যান তারা। স্বেচ্ছাশ্রমে মুমূর্ষু রোগীদের রক্ত সংগ্রহ করে দিয়ে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন প্রাণ। রক্ত দিয়ে এভাবে রোগীদের সহযোগিতা করে যাচ্ছে এ সংগঠনটির তরুণ কর্মীরা।
সংগঠনটির আহবায়ক আল মামুন বলেন, ‘আমরা চাই সব মানুষ রক্তদানে সচেতন হয়ে উঠুক। আমরা চাই না, আর কোনো মানুষ রক্তের অভাবে মারা যাক।
কালিশুরী ব্লাড ডোনার ক্লাব এর যুগ্ন আহবায়ক সালাউদ্দিন শিকদার সজন বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কালিশুরী ব্লাড
সঙ্গে যুক্ত হয়েছি, একজন রক্তযোদ্ধা হিসেবে অসহায় মানুষের সেবা করছি।
কালিশুরী মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তনে কালিশুরী ব্লাড ডোনার ক্লরবের ১বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নাসরুল আজম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান নেছারউদ্দিন শিকদার জামাল, মাজেদা ক্লিনিকের চেয়ারম্যান শাহাবুদ্দিন শিকদার কালিশুরী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, সোহাগ মৃধা,সেচ্ছা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক, আবুবকর সিদ্দিক, কলেজ ছাত্রলীগ সভাপতি এনামুল হক, সহ কেবিডিসি পরিবারের সকল সদস্য বৃন্দ।
উল্লেখ্য,সংগঠন টি ইতিমধ্যে বেশ দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে, রক্তদান ছাড়াও সংগঠনটি দরিদ্রদের সহযোগিতা, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, ত্রাণ ও নগদ অর্থ সহযোগিতাসহ বিভিন্ন সেবামূলক কাজে যুক্ত রয়েছে।
রক্তদানে মানুষদের উৎসাহিত করতে সংগঠনের কর্মীরা কাজ করে অনলাইনে ও সরেজমিনে সমান তালে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST