মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে বজ্রপাতে আল আমিন হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে পিসি বারইখালী গ্রামের মাঠে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। আল আমিন হাওলাদার উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পিসি বারইখালী গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, গ্রামের মাঠে ফুটবল খেলে বাড়ি ফেরার পথে পিসি বারুইখালী গ্রামের একটি ফাঁকা মাঠ অতিক্রম করার সময় বজ্রপাত হয়।এসময় ঘটনাস্থলেই আল আমিন মারা যায়।পরে আল আমিনের পরিবার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।