ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯
আলোকিত সময় ডেক্সঃ সূর্য ধীরে ধীরে ঢেকে যাবে অন্ধকারে। এরপর ক্রমে এই নক্ষত্রের চারপাশে ফুটে উঠবে আগুনের গোলক। একে বলা হয় ‘রিং অব ফায়ার’ বা অগ্নি গোলক। সূর্যগ্রহণের সময় এমন অদ্ভুত দৃশ্য শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।
সামনে ডিসেম্বরে আবার এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মানুষ।
মহাকাশ বিজ্ঞানীরা জানান, ২৬ ডিসেম্বর আড়াই ঘণ্টা ধরে চলবে গ্রহণ। সূর্যের ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই দেখতে পাবে পৃথিবীবাসী।
দৃশ্যটি মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দক্ষিণ ভারত, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে।
বাংলাদেশ থেকেও অংশবিশেষ দেখা যাবে। তবে পুরোপুরি দেখতে হলে মূল ভূখণ্ড থেকে বেশ কিছুটা দক্ষিণে বঙ্গোপসাগরের যেতে হবে। এ ছাড়া উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে এ সূর্যগ্রহণ অপেক্ষাকৃত ভালো দেখা যাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST