বরিশালে দিনভর মোবাইল কোর্ট অভিযানে ৩ টি মাইক্রোবাস ও ৬ জন যাত্রীকে ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

বরিশালে দিনভর মোবাইল কোর্ট অভিযানে ৩ টি মাইক্রোবাস ও ৬ জন যাত্রীকে ১৮ হাজার ৩০০ টাকা জরিমানা
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ
করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকে বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন। এসময় স্বাস্থ্যবিধি ও নির্ধারিত ভাড়া তালিকা মেনে চলতে প্রতিটি বাস কাউন্টারে নির্দেশনা প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি না মেনে নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করার অপরাধে দন্ডবিধি, ১৮৬০এর ২৬৯ ধারা মোতাবেক ৩ টি মাইক্রোবাস চালককে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন র‍্যাব ৮ এর একটি টিম। এদিকে বিকাল থেকে নগরীর কেন্দ্রীয় লঞ্চ ঘাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন অভিযান পরিচালনা করেন। আজ বরিশাল লঞ্চ ঘাটে ছিলো ঢাকামুখী মানুষের ঢল। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো যাত্রী তুলছে কিনা এবং লঞ্চঘাটে কতটা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে তা মনিটরিং করার জন্য বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন এর পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট টিম মাঠে অবস্থান নেন। এসময় তারা বিআইডব্লিউটি-এর যুগ্ন পরিচালক আজমল হুদা মিঠুকে সাথে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রতিটি লঞ্চের সামনে ও ডেকের অভ্যন্তরে সচেতনামূলক মাইকিং করেন। লঞ্চ জীবানুনাশক পানি স্প্রে কার্যক্রম, যাত্রীদের সকলেই মাক্স এবং যথাযথ সুরক্ষার সামগ্রীর ব্যবহার, ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন ইত্যাদি কার্যক্রম মনিটরিং করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা ৬ জন যাত্রী মাস্ক না পরে পাবলিক প্লেসে ধূমপান এবং স্বাস্থবিধি অমান্য করায় অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি লঞ্চ টার্মিনালের বাইরে প্রতিটা লঞ্চের ডেকের যাত্রীদের জন্য আলাদা ভাবে টিকিট কাউন্টারের ব্যবস্থা করে দিয় সেখানে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করছেন। উপচে পড়া ভীড়ে অধিক স্বাস্থ্যঝুঁকি এড়াতে এসময় লঞ্চের ডেকে যাত্রী তোলা বন্ধ করে দেওয়া। লঞ্চের অভ্যন্তরে অধিক জনসমাগম এড়াতে কিছু যাত্রীকে ফেরত পাঠানো হয়। পরবর্তীতে সার্বিক স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নির্ধারিত সময়ের প্রায় একঘন্টা আগেই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। এসময় র‌্যাব-৮, বরিশাল মেট্রোপলিটন পুলিশের এর টিম এবং নৌ থানার পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বয় বলেন, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest