সন্ত্রাসী হামলার শিকার হিজলা উপজেলার ২ সাংবাদিক।

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯

সন্ত্রাসী হামলার শিকার হিজলা উপজেলার ২ সাংবাদিক।

মোঃ মেহেদী হাসান, বরিশাল!!  মাদক ব্যবসার বিরুদ্ধে রিপোর্ট করার সুত্র ধরে সাংবাদিক মোঃ আরমান ( দক্ষিনের কন্ঠ) এবং মোঃ আলহাজ্ব ( ইত্তেফাক) এর উপর গুরতর হামলা চালায় এলাকা চিহ্নিত মাদক ব্যবসায়ির একটি গ্রুপ।

সাংবাদিক আরমান গণমাধ্যমকে জানান এলাকার চিহ্নিত সন্ত্রাসী কালু, হুমায়ুন এবং ফিরোজ এই হামলা চালায়। এই সন্ত্রাসী চক্র পূর্বে ডাকাতি করত। এখন এরা ডাকাতির পাশাপাশি মাদক ব্যবসায়ের সাথে সংযুক্ত হয়েছে। হামলার ঘটনার কিছু দিন পূর্বে ঐ সন্ত্রাসী মহল এর সদস্য ৪৩০ পিচ ইয়াবা সহ পুলিশের হাতে ধরা পড়ে। আরমান এবং আলহাজ্ব তাদের স্ব-স্ব দ্বায়িত্ব রত পত্রিকায় উক্ত সংবাদ প্রকাশ করেন। এর পর তারা জামিনে ছাড়া পেয়ে আরমানকে বিভিন্ন ভাবে হুমকি দেয়। এরই সূত্র ধরে গত রবিবার সকালে  আরমানকে দেশিও অস্ত্র দ্বারা হামলা চালায় ঐ সন্ত্রাসী মহল। হামলার ঘটনা টেরপেয়ে সেখানে ছুটে আসে সাংবাদিক আলহাজ্ব এবং আরমানের ছোট ভাই পেয়ার রহমান। তারা হামলা কারিদের প্রতিহত করার চেস্টা করায় তাদের উপরও হামলা চালায় ঐ সন্ত্রাসী মহল। তাদেরকে প্রাথমিক পর্যায়ে হিজলা উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে গহকাল সন্ধায় তাদেরকে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হিজলা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। হিজলা সদর সদর থানায় অফিসার ইনচার্জ অসিম কুমার এর সাথে ফোনে কথা বললে তিনি জানান, মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত হবে, তদন্তের পর আসামীদের গ্রেফতারের ব্যবস্থা গ্রহন করা হবে।


মুজিব বর্ষ

Pin It on Pinterest