পুলিশের উদ্যোগে ‘মায়ের কোল’ খুঁজে পেল নবজাতক

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

পুলিশের উদ্যোগে ‘মায়ের কোল’ খুঁজে পেল নবজাতক

আলোকিত সময় ডেক্স :রাত তখন আটটা। নওগাঁর পাহাড়পুর এলাকা।পাহাড়পুর থেকে জামালগঞ্জ যাওয়ার রাস্তা। হঠাৎ করে পথচারীদের কানে ভেসে আসে এক শিশুর কান্নার শব্দ। রাস্তার পাশে থাকা একটি পাকুড় গাছের গোড়ায় রাখা একটি ব্যাগের ভেতর থেকে শব্দ আসছে। এ কী! ভেতরে এক নবজাতক। উপস্থিত জনতার একজন ফোন দেয় পাহাড়পুর পুলিশ ফাঁড়িতে। দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। নবজাতকটিকে উদ্ধার করে পুলিশ।

নবজাতকটি একটি মেয়ে শিশু। বয়স ৩ থেকে ৪ দিন হবে। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। একদিকে চলছিল শিশুটির চিকিৎসা, অন্যদিকে তার জন্য একজন দুধ মায়ের সন্ধান করতে থাকে পুলিশ।সুস্থ থাকায় শিশুটিকে রিলিজ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের উদ্যোগে শিশুটিকে আপাতত একজন দুধ মায়ের তত্ত্বাবধানে দেওয়া হয়েছে। শিশুটি কীভাবে সেখানে গেল এবং শিশুটির পিতা মাতা কারা-সেটি জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বদাই জনগণের পাশে, বাংলাদেশ পুলিশ।
BANGLADESH POLICE MEDIA,PHQ
[06 JUN 2020]


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest