জয়পুহাটে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ৭, ২০২০

জয়পুহাটে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবু রায়হান, জয়পুরহাটঃ
র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে ৭ জুন ১২:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন ভগবানপুর এলাকায় অভীযান চালিয়ে তিন কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

র‍্যাব-৫ জয়পুহাট ক্যাম্প সূত্রে জানা গেছে গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার জগদীশপুর এলাকার মিজানুর রহমানের পুত্র মোঃ মিল্লাত হোসেন (১৯) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে উক্ত মোটরসাইকেল যোগে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest