ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
এস ইসলাম, লালপুর (নাটোর )প্রতিনিধি ।
নাটোরের লালপুরে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে মুখে মাস্ক না পড়ায় ৮জন কে ২০০ টাকা করে ১৬শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৭ জুন) দুপুরে উপজেলার লালপুর ও কচুয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুুল বানীন দ্যুতির ভ্রাম্যমান আদালত ।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি জানান, ‘সরকারী স্বাস্থ্যবিধির মধ্যে বাহিরে বের হলে অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশনা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ মুখে মাস্ক ছাড়াই বাহিরে ঘোরা ফেরা করছে। এতে করে করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে কচুয়া ও লালপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ করোনা ভাইরাস সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধি না মানায় ৮জন কে ১৬শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। করোনা ভাইরাস সংক্রামন রোধে এখন থেকে নিয়োমিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST