ঢাকা ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক সম্রাট ও একাধিক মামলার পলাতক আসামী মনোয়ার হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানা পুলিশের একটি দল বোদা উপজেলার ভাউলাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও একাধিক মামলার পলাতক আসামী মনোয়ার হোসেনকে আটক করে।
আটককৃত মাদক সম্রাট ও একাধিক মামলার পলাতক আসামী মনোয়ার হোসেন জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুুলিশ জানায়, আটক মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বোদা উপজেলায় মাদক ও চোরাচালানের ব্যবসা করে আসছিল । বোদা থানায় তার বিরুদ্ধের মাদক, চোরাচালান ও বিশেষ আইনে ৬ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো।
বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান মাদক সম্রাট মনোয়ার হোসেনকে আটককের বিষয়টি নিশ্চিত করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST