নাটোরে করোনা জয়ী ২২ পুলিশ ও এক আনসারকে সংবর্ধনা দিলেন জেলা পুলিশ।

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

নাটোরে করোনা জয়ী ২২ পুলিশ ও এক আনসারকে সংবর্ধনা দিলেন জেলা পুলিশ।

বুলবুল আহাম্মেদ,নাটোর জেলা প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রমণ জয় করা ২২পুলিশ ও আনছার সদস্যকে ফুলের শুভেচ্ছায় সংবর্ধনা দিয়েছেন নাটোর জেলা পুলিশ।

আজ সোমবার দুপুরে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছা শেষে তাদের মিষ্টি মুখ করানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের কল্যাণে জীবন বাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ।
যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলায় এম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশ সেন্টার প্রস্তুত রয়েছে। আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন প্রদান এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যরা সুস্থ্য হয়ে ফিরে এসেছেন এবং আজ থেকে তাঁরা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন।

করোনা জয়ী নাটোর জেলা পুলিশের এক ইন্সপেক্টর, চার সাব-ইন্সপেক্টর, তিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৩ কনোস্টেবলসহ ২১ জন এবং ইন্ড্রাশট্রিয়াল পুলিশের এক সদস্য ও থানায় কর্মরত বিশেষ আনসারের এক সদস্য রয়েছেনে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest