নবাবগঞ্জে করোনা সংক্রমন রোধে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

নবাবগঞ্জে করোনা সংক্রমন রোধে উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ আরিফুজ্জামান জনি নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা সংক্রমন রোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় বিধি লঙ্ঘন করায় বিভিন্ন ব্যক্তিকে করা হয় জরিমানা। পাশপাশি তাদেরকে উপহার হিসেবে দেওয়া হয় মাস্ক।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাজমুন নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। সহকারী কমিশনার(ভুমি) মোঃ আল-মামুন অভিযানে সংযুক্ত ছিলেন। অভিযানে উপজেলার বিভিন্ন রাস্তায় ও বাজারে মাস্ক পরিধান না করা ও করোনা সংক্রান্ত সরকারি বিধি লঙ্ঘন করা ব্যক্তিদের জরিমানা করা হয়। সাথে সাথে তাদেরকে মাস্ক সহ সচেতনতা মুলক নির্দেশনাও প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান- করোনা ভাইরাস বিস্তার রোধে গনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারী নির্দেশনা অমান্য করে যারা মাস্ক বিহীন ঘোরাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় তাদেরকে একটি করে মাস্ক উপহার দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে নিয়মিত এ অভিযান পরিচালিত হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest