৮ জুন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ১৬ জন সহ ৫৯জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০

৮ জুন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ১৬ জন সহ ৫৯জন করোনায় আক্রান্ত
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :- আজ ০৮ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে ৫৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ৫৯ জন সহ অদ্যাবধি এ জেলায় ৬৭৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ ০৮ জুন এ জেলায় করোনা আক্রান্ত ৪২ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। অদ্যাবধি এ জেলায় মোট ১০২ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ ০৮ জুন এ জেলায় করোনা আক্রান্ত কোন ব্যক্তি মৃত্যুবরণ করেননি। অদ্যাবধি এ জেলায় ০৭ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার ০১ জন ও নবগ্রাম রোড এলাকার ০১ জন সহ মোট ০২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০১ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও ডি আইজি অফিসের ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ জন নার্স, বেসরকারি হাসপাতালের ০২ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত চাঁদমারী, রুপাতলি, সদর রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ০৪ জন করে ১৬ জন, নবগ্রাম রোড এলাকার ০৩ জন, মুন্সী গ্যারেজ ও কাউনিয়া এলাকার ০২ জন করে ০৪ জন, বাংলাবাজার, স্ব-রোড, বগুড়া রোড, বিএম কলেজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালু শাহ সড়ক, আলেকান্দা, কাশিপুর প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন ও সদর উপজেলাধীন দূর্গাপুর এলাকার ০১ জন করে মোট ৫৯ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ২৮ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৫৫৭ জন, উজিরপুর উপজেলায় ২০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ২০ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ০৫ জন, বানারীপাড়া উপজেলায় ০৯ জন, মুলাদী উপজেলায় ১০ জন, গৌরনদী উপজেলায় ০৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৯ জন করে মোট ৬৭৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ ০৮ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ জন নার্সের করোনা শনাক্ত হয়েছে। আজ শনাক্ত হওয়া ০৪ জন সহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯৩ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest