গঙ্গাচড়ায় বড়বিল গুচ্ছগ্রামের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

গঙ্গাচড়ায় বড়বিল গুচ্ছগ্রামের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন

খাদেমুল মোরসালিন শাকীর:

রংপুরের গঙ্গাচড়ায় আজ মঙ্গলবার সরকারি অর্থয়নে বড়বিল গুচ্ছগ্রামের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরনের উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম,উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল,জেলা মৎস উপ পরিচালকের দপ্তর সহকারী ফয়সাল আজমন, জেলা জরিপ কর্মকর্তা রেজাউল কবির, উপজেলা সিনিয়র কর্মকর্তা দীপা রানী বিশ্বাস, বড়বির ইউনিয় চয়োরম্যান আফজাজুল হক রাজু উপস্থিত ছিলেন।

উল্লেখ যে জলাশয়ে দেশিও পাবদা, গোলসা প্রায় ১০ হাজার পিছ।এ ছারাও আরো ৩’শত কেজি কার্প মাছ অবমুক্তকরন করা হয়ছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest