পীরগঞ্জে মা জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউনডেশন উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে খাদ্য,বস্ত্র মাক্স বিতরন।

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

পীরগঞ্জে মা জাহানারা আহম্মেদ মেমোরিয়াল ফাউনডেশন উদ্বোধন ও অসহায় মানুষের মাঝে খাদ্য,বস্ত্র মাক্স বিতরন।

রবিউল ইসলাম রংপুর।

রংপুর জেলা পীরগ‌ঞ্জ উপজেলায় “মা “জাহানারা আহ‌ম্মেদ মে‌মো‌রিয়াল ফাউ‌ন্ডেশ‌নের শুভ উ‌দ্বোধন ঘোষনা করেন, অত্র প্রতিষ্টানের পরিচালক,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, এস, এম, শাহ্জামান রওশন। করোনার প্রাদুর্ভাবে এলাকার অসহায় বিধবা মা, বোন,এতিম ভাই বোনের দারিদ্র বিমোচন, সুশিক্ষার ব্যবস্থা করন,এবং মাক্স,খাদ্য, মুরগি,ও বস্ত্র বিতরন করেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী ও সচেতন মহল।উক্ত অনুষ্টানে আলহাজ ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান,শফিউর রহমান মিলন,সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক,সুলতান আহম্মেদ সোনা,সাংবাদিক,মাজহারুল ইসলাম মিলন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জয় ভীষণ প্রত্রিকার সম্পাদক ওপ্রকাশক মজনু মাসুদ সাহেবসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, ও স্থানীয় ব্যক্তিবর্গ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest