বীরগঞ্জের ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

বীরগঞ্জের ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ছোট বটতলী নামক স্থানে সড়ক দূঘটনায় পঞ্চগড়ের মোটর সাইকেল আরোহী ১ প্রভাষকের মৃত্যু হয়েছে। ১২ জুন শুক্রবার বিকালে পঞ্চগড় জেলার আটোয়ারী ও বোদা উপজেলার সীমান্ত এলাকার কামেশ্বরী গ্রামের বিশ্বনাথ রায়ের ছেলে প্রভাষক বীনয় কৃষ্ণ রায় (৫৫) প্রচন্ড বৃষ্টিতে মটরসাইকেল যোগে দিনাজপুরের কাহারোল উপজেলায় আত্মীয়ের বাড়ী হতে নিজ বাড়ী ফেরার পথে উপজেলার সাতোর ইউনিয়নের ছোট বটতলী নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের চাপায় আহত হয়ে সড়কেই পড়ে ছিলো। পথচারীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুজয় চক্রবর্তী জানান, প্রভাষক বীনয় কৃষ্ণ রায়ের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা মমুর্ষ দেখে তাৎক্ষনিক ভাবে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পূর্বেই তিনি গাড়ীতেই মৃত্যু বরন করেন। নিহত বীনয় কৃষ্ণ রায় আটোয়ারী উপজেলার বলরামপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest