বরিশালে খান ফার্মেসির মালিক মাসুদ খান সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

বরিশালে খান ফার্মেসির মালিক মাসুদ খান  সড়ক  দুর্ঘটনায় নিহত

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশালের রুপাতলী বসষ্টানের নিবাসী খাঁন ফার্মেসির মালিক মাসুদ খাঁন আনুমানিক (৪৭ বছর) রাত্র ৮ ঘটিকার সময় নিজের স্কুটি চালিয়ে রুপাতলী থেকে কাউন্সিলর অফিসের দিকে যাত্রা করেন। এ সময়ে পিছন থেকে আর এফ এল কাভার ভ্যান গাড়ি পিছন থেকে ধাক্কা দিলে গুরুতরভাবে আহত হন পরে স্থানীয়রা শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিক কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনা স্থলের জনগন ও পুলিশ কর্মকর্তা এস,আই মামুন গাড়িটির ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করতে সক্ষম হয়। বর্তমানে আর,এফ এল এর কাবারভ্যান, ড্রাইভার ও হেলপারকে থানা হেফাজতে রাখেন।

বরিশালের রুপাতলি বাসিন্দা ও খাঁন ফার্মেসির মালিক মাসুদ খাঁনের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ও পরিবারের মাঝে চরম শোকের ছায়া বিরাজ করছে। খাঁন ফার্মেসির মালিক মাসুদ খাঁন মৃত্যুর পরে ২ ছেলে ১ স্ত্রী রেছে গেছেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest