খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত
গোলাম মোস্তফা খান,খুলনা। খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে যার মধ্যে খুলনা জেলার ৩১ জন রয়েছেন। এছাড়া যশোরের সাতজন, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও নড়াইলের একজন করে রয়েছেন। আজ বুধবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। খুলনার ল্যাবে একদিনে এটিই সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) একদিনে সর্বোচ্চ ৩৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন খুলনা জেলার রোগী ছিলেন ৩০ জন। আক্রান্তের দিক থেকেও খুলনা জেলায় এটি সর্বোচ্চ। আজ বুধবার জেলায় ৩১ জন রোগী শনাক্ত হয়েছে। এতে করে খুলনাবাসীর জন্য শঙ্কা বেড়েই চলেছে। খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ প্রতিদিন খুলনাকে জানান, বুধবার খুমেকের পিসিআর মেশিনে মোট ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৩টি। এদের মধ্যে মোট ৪৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৩১ জনই খুলনার। বাকিরা যশোর, সাতক্ষীরা, মাগুরা, ঝিনাইদহ, বাগেরহাট ও নড়াইল জেলার। তিনি আরও জানান, খুলনায় শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে রয়েছেন- নগরীর ইসলামপুর রোডের ৫৫ বছরের এক ব্যক্তি, দাকোপের গৌরকাঠির ৩৪ বছরের একজন ভ্যান চালক, নগরীর ৭০ বছরের এক বৃদ্ধ, ৬৫ বছরের এক বৃদ্ধা, ৪৬ বছরের এক ব্যক্তি, ২০ বছরের এক তরুণী, ৩০ বছরের এক নারী, সোনাডাঙ্গা নাসির সড়কের ৪৬ বছরের এক ব্যক্তি, ১২ বছরের এক মেয়ে, রূপসার আইচগাতি এলাকার ১২ বছরের এক মেয়ে, বটিয়াঘাটার হাটবাটি এলাকার ৩৮ বছরের এক ব্যক্তি, নগরীর ভৈরব স্ট্যান্ড রোডের ৩৩ বছরের এক যুবক, খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর ২৪ বছরের এক তরুণী, খুলনা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের ৪৬ বছরের এক ব্যক্তি, লবণচরা শিপইয়ার্ড ইসলামপাড়া এলাকার ৩৩ বছরের এক যুবক, খুলনা সিভিল সার্জন অফিসের ৪৬ বছরের এক নারী, তেরখাদা থানার ২৫ বছরের এক যুবক, পাইকগাছার কপিলমুনি এলাকার ৩৬ বছরের এক নারী, ৩৫ বছরের এক নারী, দাকোপের খুটাখালী এলাকার এক ব্যক্তি, রূপসার আইচগাতি এলাকার ৩৭ বছরের এক নারী, রূপসা দেয়াড়া যুগিহাটি এলাকার ৫০ বছরের এক নারী, খালিশপুরের ৬০ বছরের এক বৃদ্ধ, রূপসার জিহাদী মসজিদ গলির ৪২ বছরের একজন ব্যবসায়ী, খুলনা মেডিকেল কলেজের স্টাফ কোয়ার্টারের এক ব্যক্তি, খুলনা জেলা কারাগারের ৩২ বছরের এক ব্যক্তি, কয়রার হাতিয়ার ভাঙ্গা এলাকার এক ব্যক্তি, বয়রা হাজী ফয়েজ উদ্দিন ক্রস রোড এলাকার ১৯ মাসের শিশু কন্যা, রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০ বছরের একজন স্বাস্থ্য সহকারী, খালিশপুর ক্রিসেন্ট পাকা কলোনীর ২১ বছরের এক তরুণ। খুলনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এখন পর্যন্ত ২৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৪৮ জন, মারা গেছেন ৪ জন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest