পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহির উদিনের ছোট ভাই মনজুর হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিরার দুপুরে তাকে ওই ইউনিয়নের জাওরানী বাজার থেকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক অালমগীর হোসেন। মনজুর হেলাল ওই এলাকার পেয়ার বকসির পুত্র বলে জানা গেছে। হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নাজির হোসেন বলেন, গত ১৬ মে নুরুজ্জামান নামে এক যুবককে জাওরানী বাজার থেকে তুলে নিয়ে যায় চেয়ারম্যানের ছোটভাই মনজুর হেলাল ও ছেলে জাহাঙ্গীরসহ কয়েকজন। তাকে চেয়ারম্যানের বাড়িতে একটি রুমে অাটকিয়ে রেখে নিযার্তন করা হয়। পরে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন তারা। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে অাটক নুরুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ওই যুবকে নিযার্তনের ঘটনায় ১টি এবং ইয়াবা দিয়ে ওই যুবককে ফাঁসানোর চেষ্টায় ১টি মামলা দায়ের হয় হাতীবান্ধা থানায়। পুলিশ ওই দুই মামলায় মনজুর হেলালকে গ্রেফতার করেন।