রাসিকের কর্মীসহ আরো ৫ জন করোনা পজিটিভ

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

রাসিকের কর্মীসহ আরো ৫ জন করোনা পজিটিভ

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের এক কর্মীসহ রাজশাহী জেলার দুই উপজেলা মিলিয়ে আরো পাঁচজন করোনা পজিটিভ হয়েছেন। আজ রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৯৪ টি নমুনা পরীক্ষা করে পাঁচ জনের করোনা পজেটিভ আসে। এর মধ্যে একজন রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মী রয়েছেন। বাকি চারজনের মধ্যে তিনজন মোহনপুর উপজেলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লুৎফর

রহমানের স্ত্রী ও দুই সন্তান এবং বাকি একজন বাঘার। এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের এক কর্মীসহ আজ হাসপাতালের ৫ জন করোনা পজিটিভ হয়েছেন। এর মধ্যে তিনজন মোহনপুর উপজেলায় ও একজন বাঘা উপজেলার। রাসিকের কর্মীকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে, রামেকের ল্যাবে আরো ১১ জন করোনা পজিটিভ হয়েছেন। সবাই পাবনা জেলার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest