পিপিই পরে করোনা রোগীকে যৌন হয়রানি

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

পিপিই পরে করোনা রোগীকে যৌন হয়রানি

আলোকিত সময় ডেস্ক ঃখুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক তরুণী (২৬) রোগীকে যৌন হয়রানি করেছে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত এক ওয়ার্ডবয়। এ ঘটনায় নজরুল নামের ওই ওয়ার্ডকে সোমবার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।খুলনা করোনা হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ওই হাসপাতালের চিকিৎসকরা জানান, করোনায় আক্রান্ত হয়ে ওই তরুণী গত ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। গত ১৩ জুন রাতে এক ওয়ার্ডবয় পিপিই পরে ওই রোগীর কাছে গিয়ে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে ওই রোগীর গায়ে হাত দেয় সে। বিষয়টি নার্সরা দেখে ফেলায় ওয়ার্ডবয় সরে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার জানান, ওই রোগীকে সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। রোগীর স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে। তবে রোগী বা তার স্বজনরা লিখিত কোনো অভিযোগ দেয়নি। ভবিষ্যতে যাতে কখনও এ ধরণের ঘটনা না ঘটে সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest