ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
মাত্র ১০ মাসে পুরো কুরআন মুখস্ত করে অনন্য নজির স্থাপন করলেন ৯ বছর বয়সী জান্নাতুল ফিরদাউস। জান্নাতুলের বাবা মোঃ কামাল পাশা একজন গণমাধ্যম কর্মী। তিনি বৈশাখী টিভিতে সিনিয়র ভিডিও সম্পাদক হিসেবে কর্মরত আছেন। জান্নাতুলের মা রাফিয়াতুল জান্নাত পেশায় একজন গৃহিণী। জান্নাতুল ফিরদাউস ঢাকার লালমাটিয়ায় অবস্থিত Wheaton International School এর স্ট্যান্ডার্ড টু এর ছাত্রী। WIS ইংলিশ মিডিয়াম স্কুলটিতে বৃটিশ কারিকুলামের পাশা-পাশি বিনা খরচে এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ও কুরআন শিক্ষা দেওয়া হয়। জান্নাতুল ফিরদাউস পুরো ৩০ পারা কুরআন মুখস্ত করতে ১০ মাস সময় নিলেও অর্ধেকেরও বেশি কুরআন মুখস্ত করেছেন লকডাউনের এই ৩ মাসে। জান্নাতুল বড় হয়ে আর্কিটেক ইঞ্জিনিয়ার হতে চান। জান্নাতুল নিজের লেখা পড়ার পাশা-পাশি বাংলাদেশের নারীদের কুরআনে হাফিজ বানাতে কাজ করতে চায় বলে জানিয়েছেন তার বাবা-মা। জান্নাতুলের দেশের বাড়ী, সিরাজগঞ্জ জেলার অন্তর্গত কাজিপুর থানার চালিতাডাঙ্গা ইউনিয়নের শ্যামপুর গ্রামে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST