গোলাম মাস্তফা খান।
গরীবের ডাকতার নামে খ্যাত রাইসা ক্লিনিকের মালিক বন্ধুবর রকিবউদ্দিন খানের এমন মৃত্যুর বিষয়টি কিছুতেই ভুলতে পারছি না,মেনে নিতে পারছি না। মৃত্যু সকলেরই হবে কিন্তু এভাবে একদল অমানুষের হাতে পিটুনিতে নির্ম্মমভাবে মরতে হবে এটা কি মেনে নেওয়া যায়। উনি অত্যান্ত ভাল মনের মানুষ তাইতো রোগির স্বজনরা ডাকার সংগে সংগে তাদের সাথে আলাপ করতে সম্মুখে চলে আসেন। মনে কোন রকম দাগ থাকলে উনি কোন ভাবেই সামনে আসতেন না। উনার সাথে আমার মাত্র ৭/৮ বছরের পরিচয়ে খুব ঘনিষ্ঠতা হয় আমার সাথে,তারপর দাকোপ হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে কিছুকাল দায়িত্ব পালনকালে উনি সবসময় গরীব মানুষের কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা ভাবতেন, সকলকে নিয়ে আলোচনা করতেন,আর কিভাবে বেশি বেশি কমিউনিটি ক্লিনিক করা যায় সেটা নিয়ে জমিদাতা খুজতেন। আর গল্লামারিতে উনার ক্লিনিকে বসে সামান্য নিরিবিলি সময় কাটাতেই ফোন দিয়ে বলতেন কই সাংবাদিক ভাই চলে আসেন চা খাই এক সাথে, রাজনীতির খবর কি ?ছেলে মেয়ের পড়াশুনার খবর কি? খোজখবর নিতেন। উনার পদমর্যদা বেশ উচুতে থাকলেও সেভাবে কখনও চলতেন না প্রকাশও করতেন না তিনি অতি সাধারন জীবন যাপন করতেন। আর টাকা নাই গরীব কোন রোগি কোনদিন কখনও উনি ফিরাননি,বলতেন টাকা নাই তাতে কি চিকিৎসা তো করতে হবে।টাকার বিষয়টি পরে আগে চিকিৎসাতো হোক।এমন একজন ভাল মানুষ অকালে চলে যাওয়ায় খুলনাবাসির বেশ ক্ষতি হয়ে গেল। হারালাম একজন সত্যিকারের বন্ধুকে।